বিএনপি বাংলাদেশকে ‘মিনি পাকিস্তান’ বানাতে চায়–মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনপি বাংলাদেশকে ‘মিনি পাকিস্তান’ বানাতে চায়–মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

February 16, 2023 96 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিএনপি বাংলাদেশকে ‘মিনি পাকিস্তান’ বানাতে চায় বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, বাংলাদেশে থাকলেও তাদের টান এখনো পাকিস্তানের প্রতি। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ডেকে এনে পুরস্কৃত করেছে। তারা এখনো চান বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের শহীন শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।এসময় মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ক্ষমতার ওপর আস্থা রাখুন। তার বিচক্ষণ নেতৃত্বে বহির্বিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে। তার হাত ধরেই বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল।

সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শওকত আলী, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিন প্রমুখ।

সাম্প্রতিক