কাল ২০ ফেব্রুয়ারি  ময়মনসিংহে  ৮লাখ ৪৮ হাজার ২৩৯ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

কাল ২০ ফেব্রুয়ারি ময়মনসিংহে ৮লাখ ৪৮ হাজার ২৩৯ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ময়মনসিংহ জেলায় ১৩টি উপজেলা, ১টি সিটি করপোরেশন ও ২টি পৌরসভায় ৮লাখ ৪৮ হাজার ২৩৯ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ৩হাজার ৫১৯ কেন্দ্রে সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী ৮৮ হাজার ৪৭০ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বছর বয়সী ৭ লাখ ৫৯ হাজার ৭৬৯ জন শিশুকে লাল রঙের ১টি করে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রোববার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন অফিসের হল রুমে সাংবাদিকেদের এক ওরিয়েন্টেশন কর্মশালায় এসব তথ্য জানান, সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ডিপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাল, ডাঃ ফযসাল আহমেদ, ডাঃ রেদাউর রহমান, সিনিয়র সাস্থ্য শিক্ষা কর্মকর্তা জাবেদ হোসেন ও জেলা ইপি আই সুপারিনটেন্ট এমদাদুল হক সহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ।
সিভিল সার্জন জানান, ভিটামিন-এ এর অভাবে জেরোফথ্যালমিয়া, রাতকানা, হাম, ডায়রিয়া ও মারাত্মক অপুষ্টিতে ভুগে। ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শিশু মৃত্যুর ঝুকি কমায়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ৬৬ হাজার ৪৬২ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে । এ ক্যাম্পেইনে ২০ ফেব্রুয়ারি সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৪১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ৫৭ হাজার ১২১ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ##