শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২৩ উদযাপনে ময়মনসিংহে নানা কর্মসুচী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচির আলোকে ময়মনসিংহে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপনে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলায় দিবসটি উদযাপনে গৃহীত দিনব্যাপী কর্মসূচিসমূহ নিম্নরূপ: শহিদ দিবসের প্রথম প্রহর, ২১ ফেব্রুয়ারি রাত ১২.০১ মিনিটে ময়মনসিংহের টাউন হল প্রাঙ্গণস্থ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালনের সূচনা হবে। দিবসটি উপলক্ষ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, বাংলাদেশ শিশু একাডেমি, ময়মনসিংহ এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা (রচনা, চিত্রাংকন, সুন্দর বাংলা হাতের লেখা) আয়োজিত হবে। জেলার বিভিন্ন সামাজিক/সাংস্কৃতিক সংগঠন খোলা ট্রাকে আনন্দমোহন কলেজ চত্বর, ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন সড়ক দ্বীপসমূহে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করবে। স্থানীয় ক্যাবল/টিভি চ্যানেলসমূহে ভাষা আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে বিকাল ৪ টায় আলোচনা সভা এবং একুশের চেতনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। ক্ষুদ্র-নৃগোষ্ঠী জনগণের অংশগ্রহণে স্ব স্ব উপজেলার শিল্পকলা একাডেমিতে উদযাপনে অনুষ্ঠান আয়োজিত হবে। জাতীয় অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ময়মনসিংহ সিটি কর্পোরেশন, পৌরসভাসমূহ, জেলা পরিষদ, উপজেলা পরিষদসমূহ এবং ইউনিয়ন পরিষদসমূহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে এদিন জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হবে।খবর পিআইডি ময়মনসিংহ।

 

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার