ময়মনসিংহে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

ময়মনসিংহে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় পালিত হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পন করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

পরে একে একে পুষ্পার্ঘ অর্পন করেন সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র মো.ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস

ভট্টাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুইয়া, ময়মনসিংহ রিপোর্টাস ইউনিটি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান

এবং সর্বস্তরের মানুষ।এদিকে দিবসটি ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলো সতর্ক অবস্থানে।