মুক্তিযুদ্ধের সময় ছিল শান্তি কমিটি আর এখন করে শান্তি সমাবেশ-নজরুল ইসলাম খান

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আওয়ামী লীগের শান্তি সমাবেশের সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেই সরকারি দল শান্তি সমাবেশের ডাক দেয়। মুক্তিযুদ্ধের সময় ছিল শান্তি কমিটি আর এখন করে শান্তি সমাবেশ। ওই সময় শান্তি কমিটি করে তারা টিকতে পারেনি, শান্তি সমাবেশও আওয়ামী লীগকে বাঁচাতে পারবে না।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নজরুল ইসলাম খান আরও বলেন, প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। প্রতিদিনই গরীব মানুষের কষ্ট বাড়ছে। যারা এদেশের শ্রমিক, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, সাধারণ মানুষ, যারা হালাল উপার্জন করে। তাদের আর চলার উপায় নাই। এটা রাজনীতিক সংস্কৃতি না, এটা রাজনীতিক অপশক্তি। এটা বন্ধ করুন, এ থেকে বিরত থাকুন।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মাহবুবুল রহমান লিটনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম প্রমুখ।