You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদকব্যবসায়ীসহ ৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দ্রুততম সময়ে গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজের পূর্ব মাথায় ময়মনসিংহ হতে কিশোরগঞ্জ গামী পাঁকারাস্তার পাশে হতে মাদক ব্যবসায়ী সৌরভ আহম্মেদ শুভ (২২), , সাং-কৃষ্টপুর মেডিকেল গেইট বাগান বাড়ী এবং মোঃ সুজন মিয়া (২৫),, সাং-শাহাপুর, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, এপি/সাং-কৃষ্টপুর লাইনপাড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে আটক করা হয় এবং আসামীদের নিকট হতে সর্ব মোট ০৭ (সাত) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড়স্থ সোনালী ব্যাংকের সামনে শম্ভুগঞ্জ হতে কিশোরগঞ্জ গামী পাঁকা রাস্তার পাশে ফাঁকা জায়গা হতে মাদক ব্যবসায়ী মোঃ আলামিন (২৮), সাকিব মিয়া (২০), উভয় সাং-কৌড়াতুলী, ০৫নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়কে আটক করা হয় এবং আসামীদের নিকট হতে সর্ব মোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) জোবায়ের খালিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকা হতে অপহরন মামলার আসামী হেদায়েত মাহমুদ (১৯) পিতাঃ স্বপন মিয়া, সাং- বাড়ী বেদেরা, থানাঃ মনন, জেলার নেত্রকোনা এ/পি সাং- কলেজ রোড, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাউন্ডারী রোড এলাকা হতে নিয়মিত মামলার আসামী শরিফুল ইসলাম (২৮), পিতা-মোঃ শফিকুর ইসলাম , সাং-আকুয়া খালপাড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ)রফিকুল ইসলাম ও এএসআই বিল্লাল হোসেন প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা এবং এসআই মনিরুজ্জামান ০১টি জিআর বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা দৌলতমুন্সী রোড, ভাটিকাশরের মোঃ সুজন, ২/ক কাচিঝুলি কেসি রায় রোডের তানভীর রহমান(২৮), জিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালীর রঘুরামপুর রিশি পাড়ার আজিত রিশি (৩২) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।