আঃ খালেক পিভিএম,পাবনা। পাবনা তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি, বিশ্ববিদ্যালয়সমূহের আচার্যকে টিএমএসএসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।রবিবার ঢাকায় টিএমএসএসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি মহামান্য নবনির্বাচিত রাষ্ট্রপতি মহোদয়কে টিএমএসএস সম্পৃক্ততায় প্রকাশনী পুস্তকসমূহ প্রদান করা হয়।মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দিন চুপ্পুকে টিএমএসএস সম্পৃক্তায় প্রকাশনী পুস্তক প্রদান করছেন উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে-আরা বেগম অশোকা ফেলো, পিএইচএফ এন্ড একেএস।মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎকালে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করেন।তিনি আশা করেন মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের গতিশীল নেতৃত্ব দেশের উন্নয়ন কর্মকান্ড আরো সামনের দিকে এগিয়ে যাবে।এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি,টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।