ময়মনসিংহে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ সদরে ধানক্ষেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত মৌসুমী আক্তার (২৫) মুক্তাগাছার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন হাসান বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বুধবার সকালে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়ার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে ধানক্ষেত থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করে বলা যাবে। জানা গেছে গতকাল মঙ্গলবার রাত ৮টা পর বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি আর ফিরে যায়নি।