
You must need to login..!
Description
মতিউল আলম, ময়মনসিংহ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১১ মার্চ আওয়ামী আয়োজিত সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশে যোগ দিতে ময়মনসিংহে আসছেন। সমাবেশ ঘিরে নানা উন্নয়ন প্রত্যাশার কথা ভাবছে ময়মনসিংহবাসী।
ময়মনসিংহ নগরীর ভয়াবহ যানজট নিরসনে ময়মনসিংহ সিটি এলাকায় ফ্লাইওভার রেললাইন স্থাপন, ঢাকা-ময়মনসিংহ-জামালপুর হয়ে উত্তরবঙ্গের সাথে যাতায়াতের জন্য ডুয়েলগেজ ডাবল রেললাইন, ময়মনসিংহ-ঢাকা ২টি আন্তঃনগর ট্রেন চালুর স্থাপন করা সহ ১৮ দফা দাবীতে আজ শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন করেছেন জনউদ্যোগে, ময়মনসিংহ।
এছাড়াও রেল ব্রীজ থেকে ঘুন্টি পর্যন্ত ব্রহ্মপুত্র তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমুদ্র সৈকতের আদলে “ব্রহ্মপুত্র সৈকত” নির্মাণ, ময়মনসিংহে সাধারণ বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজকে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর স্থাপন অবিলম্বে বিভাগীয় শহর প্রকল্পের বাস্তবায়নের দাবী জানান। সাংবাদিক সম্মেলনের আরো জানান, ইতোমধ্যে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১৮ দফা নামা পেশ করেছেন।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জনউদ্যোগে, ময়মনসিংহ আহবায়ক এড, নজরুল ইসলাম চুন্নু, এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড, আনোয়ারুল ইসলাম, সিপিবির জেলা শাখার সভাপতি এড, এমদাদুল হক মিল্লাত, এড হাবিবুর রহমান,এড, আবুল কাশেম, এড আবদুল মোতালেব লাল, সংগঠনের সদস্য সচিব শাখাওয়াত হোসেন, সারোয়ার কামাল রবিন প্রমুখ। ##
মতিউল আলম