১১মার্চ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমনে সর্বত্র সাজ সাজ রবঃ প্রত্যাশা অনেক

image

You must need to login..!

Description

মতিউল আলম, ময়মনসিংহ 
আগামী ১১ ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ আগমনকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের হাজারো নেতা- কর্মীর চোখে মুখে এবং হৃদয়ের মাঝে উৎসাহ আমেজ পরিলক্ষিত দেখা গেছে। গোটা ময়মনসিংহ নগরীতে পোস্টার, ব্যানারে সুসজ্জিত গেইট, সর্বত্র সাজ সাজ রব। ১১ মার্চ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ বিভাগীয় সমাবেশে ভাষণ দিবেন।
চায়ের দোকান থেকে শুরু করে গ্রামের হাট বাজারে আলোচনায় সরব হয়ে উঠছে রাজনীতির হালচাল। অন্যদিকে নগরীকে নানা ব্যানার, প্যানা ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি শোভা পাচ্ছে। দীর্ঘ ৫ বছর পর সার্কিট হাউস মাঠে জনসভায় অংশ নিয়ে ময়মনসিংহের উন্নয়নে কি প্রতিশ্রতি দেবে তা প্রত্যক্ষ করতে উন্মুখ হয়ে আছে সর্বস্তরের মানুষ।

ময়মনসিংহ বাসীর প্রাণের দাবির প্রেক্ষিতে আওয়ামীলীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহসহ ৪ জেলা নিয়ে বিভাগ ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১৪ অক্টোবর ময়মনসিংহ পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবগঠিত সিটি কর্পোরেশন পুনর্গঠনে নতুন এলাকাগুলোর উন্নয়নে ১৫ শ’ কোটি টাকা বরাদ্দ প্রদান করে। যা বর্তমানে প্রকল্প কাজ চলমান রয়েছে।

ইতিমধ্যে ময়মনসিংহ বাসীর পক্ষ থেকে দাবী জানানো হয়েছে,ময়মনসিংহে যানজট নিরসন ফ্লাইওভার রেললাইন, ঢাকা-ময়মনসিংহ ডুয়েলগেজ ডাবল রেললাইন,  ময়মনসিংহ-ঢাকা ২টি আন্তঃনগর ট্রেন চালূ,  ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং (মুয়েট) কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরন, ব্রহ্মপুত্র নদের উপর ২য়, ৩য় ও ৪র্থ সেতু বা টানেল নির্মান, আনন্দ মোহন কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরন, ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে পূর্ব ঘোষিত ১০ লেনের রাস্তার কাজ দ্রুত শুরু করা, যানজট নিরসনে ময়মনসিংহ সিটির সব রোড প্রস্তত করন, ময়মনসিংহ বিভাগের অনান্য জেলায় যাতায়ত সড়ক গুলো চার লেনে উন্নিতকরণ, ময়মনসিংহ সিটির ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক করণ, কৃষি খাদ্যপণ্য মজুদ রাখার জন্য হিমাগার নির্মান, স্মার্ট সিটি কর্পোরেশন ও স্মার্ট বিভাগ গড়ে তুলে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করন, ইকোনমিক জোন নির্মান, আন্তর্জাতিক স্টেডিয়াম, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মান, ব্রহ্মপুত্র নদ খনন দ্রুত নিষ্পত্তি ও দখল মুক্ত করন, উত্তোলনকৃত বালু বিক্রি প্রক্রিয়া সচ্ছ উন্মুক্ত করা, মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ, সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা, সন্ত্রাস, চাঁদাবাজ, অপরাধ মুক্তকরণ জোরদার করা, মাদকাসক্ত হাসপাতাল নির্মান করা, আধুনিক স্মার্ট ও প্রযুক্তি নির্ভর বিভাগ ঘোষণা দেওয়ার দাবী করছে ময়মনসিংহবাসী।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মমনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন প্রায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি জনসভায় স্মরণকালের সমাগম হবে।

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা, ৮ রুটে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (১১ মার্চ) ময়মনসিংহ সফরে যাবেন। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের অনুরোধে ময়মনসিংহ থেকে আটটি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। চীফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) এর পক্ষে তিনি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ মার্চ ময়মনসিংহ জেলায় যাতায়াতের জন্য গফরগাঁও-ময়মনসিংহ, নান্দাইল-ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ বাজার-জামালপুর ময়মনসিংহ, নেত্রকোনা-ময়মনসিংহ, অ্যাডভোকেট মতিউর রহমান-ময়মনসিংহ, গৌরীপুর-ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ, জারিয়া-ঝাঞ্জাইল-ময়মনসিংহ রুটে আটটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।##
মতিউল আলম