ময়মনসিংহ কোতোয়ালী  পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামীসহ গ্রেফতার ২৮

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে অপহরণ মামলার আসামীসহ গ্রেফতার ২৮

March 9, 2023 177 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ২৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ২৮ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) আজগর আলী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কাশর (জনৈক লিটন মিয়ার বাসার ভাড়াটিয়া)বাসা হতে নিয়মিত মামলায় আসামী আসিফ ওরফে আশিক(১৯), পিতা-আব্দুল গনি, সাং-পলশা, থানা-মুক্তাগাছা, এপি সাং-কাশর (জনৈক লিটন মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এএসআই (নিঃ)কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস মোড়ে ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন অফিসের সামনে হতে দস্যুতা চেষ্টা মামলার আসামী নয়ন মিয়া (২০), পিতা-মোঃ দুলাল মিয়া, সাং-ভাটিকাশর বড়বাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং আসামীর নিকট হতে (র) একটি কমলা রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত স্টীলের চাকু, যাহার দৈর্ঘ্য অনুমান ২১ সেঃ মিঃ, ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান ১১ সেঃ মিঃ, যার একপাশ ধারালো, কমলা রংয়ের প্লাস্টিকের বাটের গায়ে ইংরেজীতে KIWI লেখা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কাউনিয়া হাইস্কুল সংলগ্ন, অষ্টধার ইউপি এলাকা হতে অপহরন মামলার আসামী আরিফ মিয়া(২২), পিতা-বাছির মিয়া, সাং-কাউনিয়া হাইস্কুল সংলগ্ন, অষ্টধার ইউপি, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানারপাটগুদাম র‌্যালীর মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী জাহাঙ্গীর (৩৫), পিতামৃতঃ শামসুদ্দিন, সাং-বলাশপুর কসাইপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান, আনোয়ার হোসেন, রুবেল মিয়া, ০১নং ফাড়ি ও এএসআই মাহমুদুল ০৩নং ফাড়ি থানা এলাকা হতে নাঈম (২৪)পিতা-শামসুদ্দিন আকাশ (২২)পিতা-লিটন উভয় সাং-বাঁশবাড়ী কলোনী শিহাব (২০)পিতা-আবুল হোসেন সাং-আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় আঃ মান্নান (২৪), পিতা-আঃ রহমান, রাব্বী (২২), পিতা-হারুন, উভয় সাং-আকুয়া দক্ষিনপাড়া খালপাড়, মোঃ জুয়েল মিয়া (৩১), পিতা-মোঃ হোসেন আলী, সাং-গোষ্ঠা, ও শম্ভুগঞ্জ মাঝিপাড়ার উৎপল চন্দ্র দে (৪০)কে গ্রেফতার করা হয়।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) ফরহাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ০১টি সিআর বডি তামিল করেন। এবং এসআই আনোয়ার, তাইজুল, মনিতোষ, শাহজালাল, এসএসআই ছাত্তার, জহিরুল, মাহমুদুল, ছামিউল, শামীমুল, নূরে আলম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫টি জিআর বডি তামিল করেন।জিআর গ্রেফতারী পরোয়ানায় নাঈম ওরফে পাপ্পু, হাবিবুর রহমান ওরফে হাবি (৪৫), আবু বক্কর সিদ্দিক ওরফে বাইতারী, মামুন, রবিউল ইসলাম ওরফে রবি(৩৫), রাজীব, কাউছার আলী, পিতামৃতঃ আজাদ, হাসমত আলী(২৫), মাহাবুব (৪৫),হারুন মিয়া(৩৫), রকিবুল ইসলাম, মোকসেদ (৩১), আকুয়া দক্ষিনপাড়া খালপাড়ের এনামুল হক(২৮), সিআর গ্রেফতারী পরোয়ানায় হিমেল সরকারকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সাম্প্রতিক