
You must need to login..!
Description
মতিউল আলম, ময়মনসিংহ,
আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় অংশ নিতে আগামীকাল শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে ঘিরে ময়মনসিংহ দলীয় নেতাকর্মী ও ময়মনসিংহবাসীর মাঝে উৎসবের আমেজ। সেজেছে নবরূপে। নগরীর প্রতিটি সড়ক ও মহাসড়কজুড়ে এখন ব্যানার, ফেষ্টুন, তোরণের ছড়াছড়ি।
প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি নিয়ে অপেক্ষায় রয়েছেন ময়মনসিংহবাসী। জেলার উন্নয়নমূলক দাবি জানিয়ে প্রশাসন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ ২৩ দফা দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। সংগঠনটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম বলেন, ‘আমাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে- ময়মনসিংহ থেকে ঢাকাগামী প্রতিদিন সকাল-বিকেল ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা। ময়মনসিংহ নগরীর ভেতর থেকে রেললাইন স্থানান্তর, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শেরপুর জেলার সঙ্গে রেল যোগাযোগ, শহরের যানজট নিরসনে বিশেষ পদক্ষেপ নেওয়া।
এদিকে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘ময়মনসিংহে এক হাজার শয্যার হাসপাতালটি চাহিদার তুলনায় অপ্রতুল। এই হাসপাতালে গাজীপুর, সিলেট, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, নেত্রকোণা জেলার রোগীরা চিকিৎসা নেন। তাই জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২ হাজার শয্যাবিশিষ্ট একটি জেনারেল হাসপাতাল স্থাপন প্রয়োজন। চিকিৎসা সেবার জন্য বিকল্প হাসপাতাল হলে সীমাহীন দুর্ভোগ ও কষ্ট থেকে মানুষ মুক্তি পাবে।
অপরদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ১৮ দফা প্রস্তাব জানিয়ে সংবাদ সম্মেলন করেন জন উদ্যোগ নামের আরেক সামাজিক সংগঠন। তারা ১৮ দফায় বিমানবন্দর, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, সিটি এলাকায় ফ্লাইওভার রেল লাইন, ঢাকা-ময়মনসিংহ ব্রডগেজ ডবল রেল লাইন, মমনসিংহ মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে ধরেছেন। জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘সরকারের উন্নয়ন প্রক্রিয়া ও পরিকল্পনার সঙ্গে আমরা ১৮টি প্রস্তাব দিয়েছি। যা জনগণের প্রাণের দাবি।
’উল্লেখ্য, ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে শেষবারের মতো জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ চার বছর পর আবারো এই নগরীতে আসছেন বঙ্গবন্ধুকন্যা। তাই গণমানুষেরও উৎসাহ-উদ্দীপনার যেন শেষ নেই। সবার দৃষ্টি এখন সার্কিট হাউস ময়দান।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশাকরি সার্কিট হাউজ মাঠে বিভাগীয় সমাবেশে স্মরণকালের লোক সমাগম হবে। ##