গণতন্ত্রকে নষ্ট করেছে বিএনপি: ওবায়দুল কাদের

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহে জনসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রকে নষ্ট করেছে বিএনপি। আর তা মেরামত করেছেন শেখ হাসিনা। বিএনপি দেশের কোনো উন্নয়ন সহ্য করতে পারে না। তিনি বলেন, ‘এ দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। ধানের শীষের আরেক নাম ছিল পেটের বিষ, এখন মানুষ একে বলে সাপের বিষ।’  ্বআজ শনিবার বিকাল ৪টার দিকে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‌‘বিএনপি এতোদিন দৌড়াতে দৌড়াতে এখন একেবারে দাঁড়িয়ে গেছে মানবন্ধনে। কী দুরবস্থা। তাদের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। আরও উগ্র হয়ে গেছে। প্রতিদিন বিএনপি নেতারা গালিগালাজ করে আশ্রাব্য ভাষায়। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে তারা জ্বালায় জ্বলছে, তারা এখন দিশেহারা।’ ওবায়দুল কাদের বলেন, অন্তর জ্বালায় মরে বিএনপি, কি করে পদ্মা সেতু মেট্রোরেল এত উন্নয়ন হলো। আজকে জ্বালা আর জ্বালা। মানুষের চোখ জুড়ে যায়, কিন্তু বিএনপির জ্বালা, বুকের ব্যথা বাড়ে। আপনারা ঠিক আছেন? খেলা তাহলে হবে। খেলা হবে জোরদার খেলা হবে। আন্দোলনে খেলা হবে, নির্বাচনে হবে। দুর্নীতিবাজ, অর্থচুরি, জঙ্গিবাদের  বিরুদ্ধে খেলা হবে। ময়মনসিংহ প্রস্তুত, শুধু অপেক্ষা শেখ হাসিনার ডাকের। তিনি বলেন,এই বিএনপির হাতে আমরা বাংলাদেশ ফিরিয়ে দেবো না। আমাদের প্রাণ থাকতে, এই দেশের মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কখনও এই দেশ বিএনপির অপশক্তি, সাম্প্রদায়িক শক্তির হাতে হাতে ক্ষমতা ছেড়ে দেবো না। সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার আছে বলেই একসঙ্গে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ময়মনসিংবাসী একসঙ্গে এত উন্নয়ন আগে কখনো দেখেনি।’ তাই উন্নয়নের জন্য এবং গণতন্ত্রের জন্য ময়মনসিংহবাসীকে শেখ হাসিনার সঙ্গে থাকার আহ্বান জানান তিনি।