স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে চোরের বাড়ি থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই চোরকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৮) ও একই এলাকার আক্রাম মিয়ার ছেলে মো. কাদির (২৬)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত দুই চোরকে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। গরুর মালিকদের কাছে প্রক্রিয়া অনুযায়ী গরুগুলো ফিরিয়ে দেওয়া হবে।