স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
কোতোয়ারী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ পরিদর্শক (নিঃ) ওয়াজেদ আলী এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন, এসআই (নিঃ) উত্তম কুমার দাস, এএসআই (নিঃ) আমির হামজা সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ মার্চ রাত ৯টায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার উইনারপাড় সাকিনস্থ জনৈক আজিজুল এর বস্তার দোকানের সামনে হতে ২জন মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়ার পালংখালি পশ্চিম কেদারগুলা আব্দুল মন্নাফ ওরফে মুন্নাফ(৪৫), ভালুকিয়া হারো ফকিরের পাড়ার শাহীন (২৪)কে গ্রেফতার করেন। তারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের নিকট হতে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১(এক) টি নীল রংয়ের পুরাতন পিকআপ গাড়ী যার রেজিঃ নং-চট্ট মেট্টো-ন-১১-৬৯৫৯ উদ্ধার করা হয়।
কোতোয়ারী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, একটি অভিযানে এসআই (নিঃ) আলী আজগর সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ মার্চ বিকাল সাড়ে ৫টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার আর কে মিশন রোডস্থ নাসিরাবাদ গার্লস স্কুলের সামনে সরকারী পাঁকা রাস্তার পাশ হতে ১জন মাদক ব্যবসায়ী ইলিয়াস কাদের ওরফে বাবুল(৪০), পিতা-মোঃ মিয়াজ উদ্দিন, সাং-হরিদাসপুর, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করেন। তার নিকট হতে ৫,০০(পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।###