ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া থেকে, ময়মনসিংহের ধোবাউড়ায় নুসরাত জাহান ওরফে মিম আক্তার(১১) নামে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের পর গলাটিপে হত্যা করা হয়েছে।হত্যা করে একটি খালে লাশ ফেলে দেওয়া হয়। উপজেলার কলসিন্দুরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,শনিবার রাতে কলসিন্দুর গ্রামের খোকন মিয়ার কন্যা মিম আক্তারকে বাড়িতে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখোঁজির পর কলসিন্দুরে একটি ব্রীজ সংলগ্ন খালে মিমের লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশের আলামত এবং ঘটনা তদন্তের পর পুলিশ জানায় মিমকে ধর্ষন করে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মেয়েটিকে ধর্ষন করে গলাটিপে হত্যা করা হয়েছে,জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৪ জনকে আটক করেছি।