স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ত্রিশালে গাড়িচাপায় অজ্ঞাত দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, রাত ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের বেইন্না ব্রিজ এলাকায় একটি অজ্ঞাত গাড়ি ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। তবে কোন ধরনের গাড়িচাপা দিয়েছে সেটি জানা যায়নি।তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।