গৌরীপুর উপজেলায় ছাত্রলীগ নেতার হাতের রগ কেটে দিয়েছে সন্ত্রাসী

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ছাত্রলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন (২৮) এর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় হামলায় প্রতিপক্ষের ছুরির আঘাতে তার হাতের রগ কেটে গেছে।

সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে গৌরীপুর পৌর শহরে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।আহত মোফাজ্জল হোসেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২ নম্বর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. হযরত আলীর ছেলে।আহতের বাবা হযরত আলী বলেন, দুপুরের দিকে আমার ছেলে পৌর শহরের কলাবাগান এলাকার বাসা থেকে বাজারে যাচ্ছিল। পথে স্থানীয় সন্ত্রাসী পাভেলসহ কয়েকজন তার ওপর পরিকল্পিতভাবে হামলা করে। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করার চেষ্টা হলে সে বাম হাত দিয়ে প্রতিহত করে। এতে আমার ছেলের হাতে রগ কেটে গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখন সেখানেই চিকিৎসাধীন আছে।

তিনি আরও বলেন, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহে সফর উপলক্ষে গত ১ মার্চ বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রস্তুতি সভায় আমাকে ছুরিকাঘাত করে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন। এই হামলার ঘটনায় ২ মার্চ গৌরীপুর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমার ওপর ছুরিকাঘাতের ঘটনার ১৯ দিন পর ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে। প্রতিপক্ষের সঙ্গে পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।##