প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হলেন ময়মনসিংহের কৃতি সন্তান সনজিত চন্দ্র দাস

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস। এ পদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সনজিত চন্দ্র দাস নিজেই সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া আজ সনজিতকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, সনজিত চন্দ্র দাসকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ছাত্রলীগেরর বর্তমান কমিটির আগের কমিটিতে ঢাবি ছাত্রলীগের সভাপতি ছিলেন সনজিত। তার সঙ্গে সাধারণ সম্পাদক ছিলেন ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। ২০১৮ সালের জুলাইয়ে ঢাবি ছাত্রলীগের দায়িত্বে আসেন তারা। সনজিত ঢাবির আইন বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার সুকুমার চন্দ্র দাসের ছেলে।