ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ গ্রেফতার ১৫

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ গ্রেফতার ১৫

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যসহ ১৫ আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ  শাহ কামাল আকন্দ জানান,  আসন্ন ঈদ’কে সামনে রেখে পুলিশ সুপার মাছুম আহম্মে ভুইয়ার নির্দেশে ময়মনসিংহ শহরকে ছিনতাইমুক্ত করতে কোতোয়ালী থানা পুলিশের উদ্যোগে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মার্চ রাতে ছিনতাইকারী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে একত্রে হয়ে প্রস্তুতি গ্রহনকালে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকশ টীম একই রাত অনুমান সোয়া্ ৩টায় কোতোয়ালী থানার পাটগুদাম এলাকায় হাজী কাশেম আলী কলেজের খেলার মাঠের উত্তর পাশ হতে ছিনতাইকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন. উৎপল চন্দ্র দে (৪৬) , সাং-শম্ভুগঞ্জ মাঝিপাড়া, রিফাত (২১), পিতা-মীর হোসেন, সাং- কৃষ্টপুর রেল কলোনী আরিফ হোসেন (২৫), পিতা-মোঃ নুর ইসলাম, সাং-কৃষ্টপুর শুভ (২৩), পিতামৃতঃ নজরুল ইসলাম, সাং-কৃষ্টপুর রেল কোয়ার্টার, সোহেল (২৪), পিতা-রতন বড়ুয়া, সাং-পাটগুদাম দুলদুল ক্যাম্প, বকুল মিয়া (৪০) পিতা-মৃত মুক্তার উদ্দিন, সাং-কৃষ্টপুর দৌলত মুন্সি বাইলেন আবু বক্কর সিদ্দিক ওরফে সকাল (২১), পিতা-শাহীন খন্দকার, সাং-সেহড়া ধোপাখলা, মুন্সিবাড়ী, নিরমলা বাশ, পুরহিতপাড়া, সুজন মিয়া (৩৪), পিতামৃতঃ আবুল হোসেন, সাং-চরপাড়া জনতা ব্যাংকের পিছনে, সর্বথানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহ’দেরকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে ছিনতাই কাজে ব্যবহৃত আলামত একটি চাকু, যার একপাশ ধারালো, সামনের অংশ চুকা, কাঠের বাট সহ লম্বা ০৯ ইঞ্চি, একটি চাকু, যাহার একপাশ ধারালো, সামনের অংশ চুকা, কাঠের বাট সহ লম্বা ০৯ ইঞ্চি, একটি চাকু, যাহার একপাশ ধারালো, সামনের অংশ চুকা, প্লাষ্টিকের বাট সহ লম্বা ০৯ ইঞ্চি, একটি চাকু, যাহার একপাশ ধারালো, সামনের অংশ চুকা, কাঠের বাট সহ লম্বা ০৭ ইঞ্চি, একটি চাকু, যাহার একপাশ ধারালো, সামনের অংশ চুকা, কাঠের বাট সহ লম্বা উদ্ধার করা হয়।

অপরদিকে আরো ২ ছিনতাইকারী ময়মনসিংহ কোতোয়ালীর চর কালীবাড়ীর আকাশ (২৫), চামড়া গুদামের শফিকুল (৩০)কে পুলিশ গতকাল রাতে কোতোয়ালী থানার আকুয়া বাঁশবাড়ী কলোনী হতে গ্রেফতার করে মোট ১০জন ছিনতাইকারীকে পৃথক পৃথক মামলায় বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।

এসআই (নিঃ) জোবায়ের খালিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা এলাকা হতে মানব কংকাল চুরির দায়ে আসামী গোহাইলকান্দি পূর্ব (তিনকোনা পুকুরপাড়ের শাকিল হোসেন ওরফে হাড্ডি শাকিল (৪০) কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম ঢাকা জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার প্রতারনা ও আত্মসাৎ মামলায় আসামী মাজহারুল ইসলাম (৩৪), পিতা- মৃত মোজাম্মেল হক সরকার, শিশির মিয়া (১৯), পিতা- মোঃ মঞ্জুরুল আলম, উভয় সাং- জাত আমরুল, থানা- আত্রাইল, জেলা- নওগা, বর্তমান- রোড নং-০৮, বাড়ী নং-১৮৩ আমির হোসেন পাটুয়ারীর বাসার ভাড়াটিয়া, পূর্বগোরান, থানা- খিলগাঁও, জেলা- ঢাকাদ্বয়কে গ্রেফতার করা হ্য়।

এসআই (নিঃ) মাসুদ জামালী ও হারুন অর রশিদ থানা এলা্কায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ময়মনসিং কোতোয়ালীর কালীবাড়ী পুরাতন গুদারাঘাট, লোকনাথ চৈতনসংঘ, মন্দির এর পাশে বেড়ীবাধ সংলগ্ন এলাকার রাসেল মিয়া(৩৭),
চর কালীবাড়ী, মোঃ আকাশকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক মামলা/ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

LATEST POSTS