সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তিসহ ৩ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তিসহ তিনদফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শুক্রবার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে- প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।
আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, সাংবাদিক শামসুজ্জামান শামস দিনমজুরের বরাতে যে কথা লিখেছেন- তা এদেশের কোটি কোটি মানুষের মনের কথা। দেশে সত্য কথা বললে গলা টিপে ধরার রাজনীতি বন্ধ করতে হবে। সত্যের জয় ৭১ এ হয়েছে, ৯০ এ হয়েছে স্বৈরাচার পতনের মাধ্যমে হয়েছে। গণতন্ত্রের যে বুলি আওরানো হয় কোথায় সেই মতামত প্রকাশের স্বাধীনতা! ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মুখ চেপে ধরার সাহস করলে আবার একটি গণঅভ্যুত্থান দেখবে এই দেশ। অনতিবিলম্বে শামস ভাই এর নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে তার মায়ের নিকট ফিরিয়ে দিতে হবে, তা না হলে জাহাঙ্গীরনগরের এই আন্দোলনের স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে যাবে।
ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল বলেন, স্বাধীনতা দিবসে একটি রিপোর্ট করার অপরাধে শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই, দেশে আইয়ুব খানের শাসন চলছে নাকি? ইয়াহিয়া খানের শাসন চলছে নাকি? যদি তাই না হয়, তবে কেন একজন সাংবাদিককে স্বাধীনতা দিবসে রিপোর্ট করার জন্য তুলে নিয়ে যাওয়া হয়। অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তি চাই।অবরোধের সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ সম্পাদক তাপসী দে প্রাপ্তি বলেন, সাদা পোশাকে গ্রেপ্তার হওয়ার রাজনীতি এদেশে প্রথম নয়।
গণমাধ্যমে সত্য কথা বলার কারণে, অনুসন্ধানী সাংবাদিকতা করার কারণে বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্তা হতে হয়েছে; ওই সূত্রে সাংবাদিক শামস এখন কারাগারে। যুগের পর যুগ ধরে এদেশে সাংবাদিক হত্যা- নির্যাতন স্বাভাবিক ঘটনায় রূপ নিয়েছে। সাগর-রুনি হত্যার বিচার আজও পেলাম না আমরা। এদেশে বসবাসে জানমালের কোনো নিরাপত্তা নেই, আমরা কেউ স্বাধীন অনুভব করছি না। তাপসী দে প্রাপ্তি আরো বলেন, আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক শামসুজ্জামানকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব। আমরা রমজানে মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, শিক্ষার্থীরা তাদের ক্ষোভের জায়গা থেকে অবরোধ করেছে। আমরা তাদেরকে ১৫ মিনিট সময় দিয়েছি। রমজান মাস, মানুষের দুর্ভোগ হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শান্তভাবে শেষ করে ক্যাম্পাসে প্রবেশ করবে।এদিকে বিক্ষোভ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা ঘণ্টা পর যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার