
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, প্রথম আলো অনলাইনের প্রতিবেদনের মাধ্যমে একটি মহলের ঘোলা পানিতে মাছ শিকারের অ্যাজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালানো হয়েছে। আজ শনিবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির এক যৌথ সভায় তিনি এ দাবি করেন।
ওবায়দুল কাদের দাবি করে বলেন, ‘প্রথম আলোর সংবাদটির যে ভাষা, এক দিনমজুরের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে, এটি সাধারণ কোনো দিনমজুরের বক্তব্য নাকি প্রথম আলোর দেওয়া বয়ান, সেটিও ভাববার সময় এসেছে।’
ওবায়দুল কাদের আরও দাবি করেন, প্রথম আলো একটি বিশেষ মহলের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে ‘কুৎসামূলক’ সংবাদ পরিবেশন করে। ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা দিবসের দিন বিশ্বের প্রতিটি দেশের গণমাধ্যম ওই দেশকে নিয়ে উদ্দীপনামূলক, অনুপ্রেরণামূলক বাণী দিয়ে নতুনভাবে দেশকে ভালোবাসার উৎসাহ জোগায়। তবে তাঁর দাবি, ‘প্রথম আলো তার নিজস্ব ও তার প্রভুদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য জাতির সামনে মিথ্যা সংবাদ পরিবেশন করে তরুণ সমাজের মনে হতাশা-ক্ষোভ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অপচেষ্টা করে।’
২৬ মার্চ জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে প্রথম ওই প্রতিবেদন ও ফেসবুকে একটি ‘ফটো কার্ড’ তৈরি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে বলছে, এটা তাদের (প্রথম আলোর) ভুল। আমি তাদের উদ্দেশে বলতে চাই—স্বাধীনতা দিবসের দিনে বাঙালি জাতির ৫২ বছরের অর্জন ও মর্যাদা নিয়ে তামাশা করা সাধারণ কোনো ভুল নয়।’২৬ মার্চ প্রথম আলো অনলাইনের এক প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘ফটো কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ছবি ছিল একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় অসংগতিটি নজরে আসে এবং সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার করা হয়। পাশাপাশি সংশোধন দিয়ে বিষয়টি জানিয়ে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর। বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।