আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে-ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে-ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আওয়ামী লীগ দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতাসীনরা জনগণের সকল অধিকারের স্বাধীনতা হরণ করে নিজেদের দুর্ণীতি করার অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। শনিবার বিকেল দু’টো থেকে চারটা পর্যন্ত নগরীর দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত কর্মসূচীতে অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও ,দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। কর্মসুচীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। ##

LATEST POSTS