স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
রমজান ও ঈদুল ফিতর কেনাকাটার সুযোগে শহরের ব্যস্ততম বানিজ্যিক এলাকা স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, নগরীর ব্যস্ততম মোড়গুলোতে যানজট মুক্ত রেখে অপ্রীতিকর ঘটনা, চুরি, ছিনতাই পকেটমার রোধে কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ি পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোর, ছিনতাইকারী ও পকেটমারদের ভিড় বেড়ে যায় ঈদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উৎসে। দেশের বিভিন্ন স্থানে চোর, ছিনতাইকারী ও পকেটমারদের দল ময়মনসিংহে ছুটে আসে। এসব চোর, পকেটমার ও ছিনতাইকারী চক্র অতি সহজেই ঈদে বিভিন্ন এলাকা থেকে কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের টাকা, পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনিয়ে যায়।
যানজট নিরসন, হকারমুক্ত এবং মেছুয়া বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গত শনিবার সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, কোতোয়ালির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান, ১নং ফাড়ির ইনচার্জ সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই এলাকা পরিদর্শন করেন।
পরবর্তীতে ১নং ফাড়ির সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসারওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনায়, পবিত্র রমজানে আসন্ন ঈদকে সামনে রেখে সাধারণ মানুষের চলাচল এবং গন্তব্য ও বাড়ি ফেরা নিশ্চিত করতে সকল অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় কঠোর অবস্থানে নামেন ফাঁড়ি পুলিশ। ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ, সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে, গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে যানজট নিরাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে ঢেকে দিতে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিনরাত কাজ করেন।
আনোয়ার হোসেন বলেন, যানজটকে অন্যতম কারণ চিহ্নিত করে রমজানের শুরু থেকে এই এলাকার যানজট রোধ, ফুটপাত হকারমুক্ত রাখতে ১ নং পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন সহ তার টিম নিয়ে দিনরাত কাজ করছেন। ফলে গত কয়েকদিন এই এলাকায় নেই কোন যানজট। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সা, অটো, ইজিবাইক, মিশুক নেই। গাঙ্গিনারপাড় এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ মনে পুলিশী টহল এই অবস্থায় চলমান থাকলে আরো বেশি ব্যবসা হবে। মানুষ কেনাকাটা করে স্বস্তি পাবে। চুরি ছিনতাই ডাকাতি ও পকেটমারমুক্ত হবে। ১ নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন আরো বলেন, ঈদে কেনাকাটা করতে আসা মানুষজনকে স্বস্তি দিতে পুলিশ নিয়মিত ডিউটি করছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনারপাড়কে অপরাধমুক্ত করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই মধ্যে বেশ কিছু ছিনতাইকারী, পকেটমারকে গ্রেফতার করা হয়েছে। যাদের অধিকাংশ বিভিন্ন এলাকা থেকে ঈদ পরব সামনে রেখে মিশন নিয়ে এই নগরীতে এসেছে। জনগণের নিরাপত্তায় এই অভিযান অব্যাহত থাকবে।