হালুয়াঘাটে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাঃ আটক ২

হালুয়াঘাটে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টাঃ আটক ২

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের হালুয়াঘাটে হাত-পা বেঁধে কালাম মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে আগুন পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।রোববার (২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার শাকুয়াই ইউনিয়নের খালপাড় এলাকার মহিলা বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধ কালাম মিয়া ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ভুক্তভোগী কালাম মিয়ার ভাই হারুন মিয়া বলেন, কিছুদিন আগে স্থানীয় কয়েকজনের সঙ্গে আমার ভাই কালামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা আমার ভাইকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। সেখান থেকে স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের চিকিৎসা শেষে কয়েকদিন আগে সে বাড়ি আসে। ওই ঘটনায় আমার আরেক ভাই আব্দুস সালাম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দেয়।

LATEST POSTS