‘সেইদিন বেশি দুরে নয়, সরকার পদত্যাগ করতে বাধ্য হবে’-ময়মনসিংহে বিভাগীয় ছাত্রদলের ইফতার মাহফিলে বক্তারা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, সেইদিন বেশি দুরে নয়, সরকার পদত্যাগ করতে বাধ্য হবে এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। গতকাল (সোমবার) নগরীর জিলাস্কুল ছাত্রবাস মাঠে ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

মহানগর ছাত্রদল সভাপতি নাইমুল করিম লুইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ও উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান প্রতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, ঈদের পর কর্মসূচী ঘোষনা করবেন, আন্দোলনের ময়দান থেকে কেউ পালিয়ে যাবেন না। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ও শরীফুল আলম, জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য আকরামুল হাসান মিন্টু। প্রধান ও বিশেষ বক্তা ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সভাপতি তবিবুর রহমান সাগর। আমন্ত্রিত অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন। অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##