স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের তারাকান্দায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিন প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুলের বিরুদ্ধে। রোববার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার বিসকা ইউনিয়নের কাকনীকোনা ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিউবি ময়মনসিংহের প্রকৌশলীদের উপর হামলা মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই ঘটনায় ময়নসিংহ পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন বাদী হয়ে তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নির্যাতনের শিকার প্রকৌশলীরা হলেন, বিউবি ময়মনসিংহের সহকারী প্রকৌশলী মো. সৈকত মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন আজাদ এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম পারভেজ রুবেল।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. মোফাজ্জল হোসেন বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে রোববার সকালে সরকারি রাজস্ব আদায়ের উদ্দেশে বিউবির পরিদর্শন টিম বিসকা ইউনিয়নে যান। সেখানে কাকনীকোনা ব্রিজ মোড় এলাকার বাসিন্দা আবাসিক গ্রাহক হাতেম আলীর (৫০) বাড়িতে প্রি-পেইড মিটার বহির্ভূত বিদ্যুৎ ব্যবহার করতে দেখা যায়। তাৎক্ষনিকভাবে হাতেম আলীর আবাসিক সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এসময় বিসকা ইউপি চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন না করিতে ফোনে টিমকে সুপারিশ করেন। অবৈধ সুপারিশ না রাখায় কিছুক্ষণ পর চেয়ারম্যান ১০-১২ টি মোটরসাইকেলে লোকজন নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গাড়ির পথরোধ করেন। এবং সহকারী প্রকৌশলী মো. সৈকত মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন আজাদ ও উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম পারভেজ রুবেলকে মারধর করেন। এ সময় তারা জব্দকৃত মিটার ও তার ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যুৎ পরিদর্শন টিম ঘটনাস্থল থেকে কোনো রকমে জীবন নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়।
আহত প্রকৌশলীদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় বলেও জানান তিনি।
নির্বাহী প্রকৌশলী আরও বলেন, এই ঘটনায় তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করছি।
বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের উপর হামলার ঘটনার কথা স্বীকার করে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান শাকির আহম্মদ বাবুল বলেন, গ্রামের মানুষ না বুঝে অনেক সময় ভুল করে ফেলে। তাই তাদের হয়ে সুপারিশ করায় বিদ্যুৎ বিভাগের লোকজন আমার সাথে দুর্ব্যবহার করেন। এসময় আমার লোকজন প্রতিবাদ করে। পরে আমি তাদের থামিয়ে বিদ্যুৎ বিভাগের লোকজনকে পাঠিয়ে দেই।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিউবি ময়মনসিংহের প্রকৌশলীদের উপর হামলা মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ময়মনসিংহ জেলা আইডিবি সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাদের মারধর করে খুবই অন্যায় করেছেন। জেলা আইডিবির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানাই।