ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৪ জুয়ারি, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৯

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৪ জুয়ারি, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ১৯

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়ারি, সাজাপ্রাপ্তসহ ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে বিভাগীয় নগরীর আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসআই (নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম সাকিনস্থ র‌্যালীর মোড় সংলগ্ন জিহাদ মেডিকেল হল এর সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেস্টা মামলার আসামী সোহেল মিয়া (২৭), সাং- চরকালী বাড়ী, শাহীন (২৫),, সাং-র‌্যালীর মোড়, উভয় থানা- কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের নিকট হতে একটি স্টীলের তৈরী ফোল্ডিং চাকু, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৬.৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ৯.৫ সেঃ মিঃ, যাহার একপাশ ধারালো ও বাটের উপর সোনালী রংয়ের ও সিলভার রংয়ের দুইটি পাত স্ক্রু দ্ধারা সংযুক্ত এবং বাটের নিচে একটি ক্লিপ স্ক্রু দ্ধারা সংযুক্ত উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাঘমারা ডিফেন্সপার্টি কার্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেস্টা মামলার আসামী ১. মোঃ আরিফুল ইসলাম(৩০), পিতা-মৃতঃ আঃ বারেক ,স্থায়ী: গ্রাম- রঘুরামপুর (রঘুরামপুর শম্ভুগঞ্জ বাজার) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংকে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে একটি ষ্টীলের তৈরী ফোল্ডিং চাকু, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯.৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১০.৫ সেঃ মিঃ, যাহার একপাশ ধারালো ও বাটের উপর সোনালী রংয়ের একটি পাত স্ক্র দ্বারা সংযুক্ত এবং বাটের নিচে একটি ক্লীপ স্ক্র দ্বারা সংযুক্ত উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজের পশ্চিম পাশে এম কে পরিবহন কাউন্টারের পিছনে পাকা রাস্তার উপর উপর হতে দস্যুতার চেস্টা মামলার আসামী আরাফাত(২০), পিতা-মৃত জাহাঙ্গীর ,স্থায়ী: গ্রাম- শম্ভুগঞ্জ (আলালপুর) , ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন। আসামীর নিকট হতে একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টীলের চাকু, যাহা প্লাস্টিকের বাটসহ দৈর্ঘ্য ২৭ সেঃমিঃ ও বাটছাড়া শুধু স্টীলের অংশের দৈর্ঘ্য ১৪ সেঃমিঃ উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া মোড় এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় কবির হোসেন(২৫),, সাং-দক্ষিনপাড়া ফাতেমা বাড়ীর সামনে, গনসার মোড়, মাসকান্দা, সালাম (৩৩), পিতা-রেজা মিয়াকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) তানভীর ছিদ্দিকী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী মধ্য পাড়া এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী আরিফুল ইসলাম আলিফ (২০)কে গ্রেফতার করা হয়।

এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, ০৩নং ফাড়ি অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া মাদ্রাসা কোয়ার্টার পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী আকুয়া লিচু বাগানের আব্দুস ছাত্তার (৪০) কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা অত্র থানাধীন আলীয়া মাদ্রাসা পালপাড়া পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী সাজন (২২), পিতামৃতঃ হালিম, মাতা-সুলতানা বেগম, সাং-কৃষ্টপুর
দক্ষিনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এএসআই (নিঃ) সোহরাব হোসেন সংগীয় অফিসার ও ফোর্স সহঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গোষ্ঠা কোনাপাড়াস্থ রুহুল আমিন(৪৫), পিতামৃতঃ খোরশেদ আলী এর বসতবাড়ীর পিছনে পরিত্যক্ত জমিতে খোলা আকাশের নিচে হতে ০৫ জন জুয়াড়ী আটক করা হয় এবং জুয়াড়ীদের নিকট হতে নগদ ৫৫০/-(পাঁচশত পঞ্চাশ) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০২টি, ৫০/-টাকার নোট ০৩টি, ২০/-টাকার নোট ৫টি, ১০/-টাকার নোট ১০টি এবং জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন কালারের ৫২টি তাস ও প্লাষ্টিকের চট ০১টি উদ্ধার করা হয়। জুয়াড়ীরা হলেন, মোঃ শামীম মিয়া (৩৫), সাং-গোষ্ঠা পশ্চিমপাড়া, কোতোয়ালী, বাবুল মিয়া (৪০), জুয়েল মিয়া (৩৪), মোঃ লিটন (৪০) সর্ব সাং-সৈয়দগ্রাম, মুক্তাগাছা, ময়মনসিংহ।

ইহাছাড়াও এসআই (নিঃ) উত্তম কুমার দাস, এএসআই (নিঃ) ছামিউল হক, ভোলানাথ, মাসুম, ছাত্তার থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৫টি সিআর, এএসআই ফরহাদ ০১টি সিআর
সাজা এবং এএসআই রফিক ০১টি জিআর বডি তামিল করেন।

সিআর গ্রেফতারী পরোয়ানা গ্রেফতারকৃত ৫জন হলেন কোতোয়ালী এলাকার হুমায়ুন কবির, নাজমুল ইসলাম, মোছাঃ রুমেছা বেগম, নুর হোসেন, শফিকুল ইসলাম শফিক (৪৫)।

সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা জুয়েল সরকার, জিআর গ্রেফতারী পরোয়ানা , শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট/মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

LATEST POSTS