বিএমটিভি নিউজ ডেস্কঃ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্বারাম পাড়া এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলির পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রোয়াংছড়ি থানায় এনেছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।