স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ায় অলিত পালোয়ান (৪০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ভালুকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।অলিত পালোয়ান ওই এলাকার মৃত হামিদ পালোয়ানের ছেলে। তিনি ঘোঁষগাও বাজারে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন এবং রিচার্জের ব্যবসা করতেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, অলিত পালোয়ান বছরখানেক আগে বিদেশ থেকে এসে ঘোঁষগাও বাজারে ব্যবসা শুরু করেন। এরই মাঝে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়ির গোয়াল ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।