ময়মনসিংহ মহানগরীর চারটি স্থানে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
বিদ্যুৎ-গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগ’সহ দশ দফা দাবিতে ময়মনসিংহে চারটি স্পটে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। এনিয়ে সর্তক অবস্থানে ছিল পুলিশ।

শনিবার (৮ মার্চ) দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ৪টি স্পটে বিভক্ত হয়ে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

এর মধ্যে নগরীর দিঘারকান্দা, শিকারীকান্দা, শম্ভুগঞ্জ চামড়া বাজার এবং শহরের হরিকিশোর রায় রোডস্থ জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন পাশের সড়কে এই এই কর্মসূচিতে অংশ গ্রহন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মী।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যঅপক একেএম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম.এ হান্নান খান, কায়কোবাদ মামুন, একেএম মাহবুবুল আলম, শামীম আজাদ, দক্ষিণ জেলা কৃষকদলের আহবায়ক এনামুল হক আকন্দ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম ফয়সাল, সাধারন সম্পাদক জিএস মাহাবুব, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম শহীদ প্রমূখ।

এদিকে নগরীর দিঘারকান্দা এলাকায় অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা’সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, পবিত্র রমজান মাসেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে সরকার। এতে দেশের মানুষ অসহনীয় জীবন-যাপন করছে। কিন্তু এই অবস্থা চলতে দেওয়া যায় না। দেশের মানুষ এই ব্যর্থ সরকারের পদত্যাগ চায়। সেই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন সময়ের দাবি।