ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ৭ ছিনতাইকারীসহ গ্রেফতার ১৪

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীসহ ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদ মার্কেটে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের চলাফেরাত, গন্তব্যে নিরাপদ ও নিশ্চিতে পৌঁছাতে সার্বিকভাবে সহায়তা এবং চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টা কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ)শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পুরাতন ফুলবাড়ীয়া বাসষ্ট্যান্ড বাউন্ডারী রোডস্থ জেলা প্রানী সম্পদ হাসপাতাল প্রশিক্ষন ভবন এর পিছনে রেন্ডিগাছের নিচে হতে ডাকাতির চেষ্টা মামলায় ৭জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, রাব্বি মিয়া (২৮), ৩৬ বাড়ী কলোনী, মোহাম্মদ নাঈম (৩০), আকুয়া মাদ্রসা কোয়ার্টার, বিপ্লব মিয়া (৩০), সাং- সানকিপাড়া শেষ মোড়, তানজিম মিয়া (২০), সাং- সানকিপাড়া হেল্থ অফিসারের গলি, রতন মিয়া (৩৫), সাং-নওমহল নন্দিবাড়ী, মোঃ হিমেল (২৪), সাং- নওমহল নন্দিবাড়ী, রিফাত মিয়া (২৫), সাং- আকুয়া মাদ্রাসা কোয়ার্টার। আসামীদের নিকট হতে আলামত ১ ষ্টীলের বাটযুক্ত ০১ (এক) দা, যার বাটসহ দৈর্ঘ্য। অনুমান ২৮ ইঞ্চি ও কাঠের বাটযুক্ত ০১ টি ছোট রাম দা, যাহার বাটসহ দৈর্ঘ্য অনুমান ২৫ ইঞ্চি, ষ্টীলের বাটযুক্ত ডেগার ০১ (এক)টি, যাহার বাটসহ দৈর্ঘ্য অনুমান ১৫ ইঞ্চি, রাবারের বাটমুক্ত ধারালো চাকু ০১ (এক) টি,যাহার বাটসহ লম্বা অনুমান ০৮ ইঞ্চি, রাবারের কাটযুক্ত ধারালো চাকু -০১ (এক) টি, যাহার বাটসহ লম্বা অনুমান ০৮ ইঞ্চি, রাবারের বাটযুক্ত ধারালো চাকু ০১ (এক) টি, যাহার বাটসহ লম্বা অনুমান ০৮ ইঞ্চি রাবারের বাটযুক্ত ধারালো চাকু ০১ (এক)টি, যাহার হাটসহ লম্বা অনুমান ০৮ ইঞ্চি উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ মোড় এলাকা হতে বিষ্ফোরক মামলায় আসামী মন্তাজ আলী ওরফে মমতাজ (৪২), পিতা-মৃতঃ সুন্দর আলী, সাং-চর গোবদিয়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় বাদশা (২২) গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) জোবায়ের খালিদ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন পরিমল চন্দ্র ধর এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টা মামলায় মোঃ সেলিম মিয়া(৩০), পিতা-মৃতঃ জয়নাল আবেদীন ,স্থায়ী: গ্রাম- ঘাগড়া (চর ঘাগড়া) , থানা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় আসামীর নিকট হতে কালো রংয়ের একটি স্টীলের ফোল্ডিং চাকু, যার দৈর্ঘ্য খোলা অবস্থায় অনুমান ২২ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১২ সেঃ মিঃ, যার একপাশ ধারালো, চাকুটির বাটের উপর কালো রংয়ের মাছ আকৃতির একটি পাত স্ক্রু দ্ধারা সংযুক্ত ও বাটের অপর পাশে একটি ক্লিপ সংযুক্ত আছে উদ্ধার করা হয়।

এসআই (নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন চামড়াগুদাম এলাকা হতে চুরি মামলায় আঃ রহমান(৩৫), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-
বারুরী, দাপুনিয়া, সুরুজ(৪০), সাং-চরপাড়া কপিক্ষেত, উভয় কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করা হয়।
ইহাছাড়াও এসআই (নিঃ) কামরুল হাসান থানা এলাকায় অভিযান চালিয়ে ০১টি সিআর সাজা এবং এএসআই মিজানুর রহমান ০১টি জিআর বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা মোঃ ফকরুদ্দীন(৪৫), প্রোঃ মেসার্স শিল্পী ব্যাটারী হাউজ, জিআর গ্রেফতারী পরোয়ানা শরিফুল (৩৮), পিতা-মোঃ রশিদ মিয়া গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার