স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
আজ ১২ এপ্রিল বুধবার দুপুরে ময়মনসিংহ পুলিশ লাইন কনফারেন্স রুমে পুলিশ সুপার মাছুম আহমেদ ভুইয়ার পিপিএম এর সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পুলিশের মার্চ-২০২৩ মাসের কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত হয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার)। মাদক উদ্ধার সফলতায় শ্রেষ্ঠ এবং সাবিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এসআই(নিঃ) হিসাবে পুরস্কার গ্রহন করেন এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন।
গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটনের সফলতায় পুরস্কার গ্রহন করেন এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন, এসআই (নিঃ) নিরুপম নাগ, এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, কং/১৪৬২ মোঃ মিজানুর রহমান। শ্রেষ্ঠ এএসআই(নিঃ) হিসাবে পুরস্কার গ্রহন করেন এএসআই(নিঃ) মোঃ আমীর হামজা।
নিয়মিত মামলা নিস্পত্তি, মাদকসহ অন্যান্য চোরাইপণ্য উদ্ধার, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং সাজা পরোয়ানাভুক্ত পলাতক সর্ব্বোচ্য সংখ্যক আসামী গ্রেফতার করায় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ মার্চ মাসের জন্য সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এছাড়াও নিরালা গেস্ট হাউজে অজ্ঞাত নারীর লাশের রহৎস উৎঘাটন এসআই মিনহাজ, বিভিন্ন মামলা রহস্য উৎঘাটনে এসআই নিরুপম নাগ,এসআই আনোয়ার, মাদক উদ্ধারে এসআই আলাউদ্দিন, ওয়ারেন্ট তামিল উত্তম সাহা,চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে এএসআই আমীর হামজা, কনস্টেবল মিজান কে উত্তম, ভাল এবং সেরাকাজের জন্য পুরস্কৃত করা হয়েছে। এই সকল সেরা পুলিশ সদস্যদেরকে পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভূইয়া সনদপত্র ও সম্মাননা প্রদান করেন।
এছাড়াও জানাযায়, বিট পুলিশের বিভিন্ন সভায় এ ধরণের প্রকাশ্য ঘোষণা কোতোয়ালী মডেল থানায় দীর্ঘদিন পর স্বচ্ছতা ফিরে এসেছে। নগরবাসির মতে, শিক্ষানগরী ময়মনসিংহের বিভিন্ন ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটে বহিরাগত ও মাদক ব্যবসায়ীদের অত্যাচার, নির্যাতন, চাদাবাজি ও জোর করে ছাত্রদেরকে মাদক সেবনে বাধ্য করার মত একাধিক অভিযোগে একাধিক ছাত্রমেসে ধারাবাহিক বৈঠক করায় নির্যাতনরোধ হয়েছে। অপরদিকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে প্রতিরাতেই রাত্রীকালিন অভিযানে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। ফলে কোতোয়ালী এলাকার আইন শৃংখলা উন্নতি হচ্ছে।
উলেখ্য, এর পুর্বেও বেশ কয়েকবার ডিবি ওসি ও কোতোয়ালী থানায় থাকার সময় জেলার শ্রেষ্ঠ ওসি ও রেঞ্জের নির্বাচিত হয়েছেন তিনি।