ফুলবাড়ীয়ায় বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন

ফুলবাড়ীয়ায় বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে নির্যাতন

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও গ্রামে ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে বিয়ের কথা বলে প্রেমিক ওমর ফারুক বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে হাত পা বেঁধে নির্যাতন চালায়। নির্যাতিতার পিতা জিন্নাহ বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কালাদহ গ্রামের জিন্নার মেয়ে যুথির সাথে পাশের নাওগাঁও গ্রামের আঃ খালেকে ছেলে ওমর ফারুকের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে মুঠোফোনে ডেকে নেয় প্রেমিক ওমর ফারুক।
প্রেমিক ওমর ফারুকের বাড়িতে নেওয়ার পর ফারুক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা যুথিকে পাটের রশি দিয়ে হাত পা বেঁধে নির্যাতন শুরু করে। এক পর্যায়ে যুথির কান্না শুনে বাড়ীর পাশের লোকজন ৯৯৯ ফোন করলে ফুলবাড়ীয়া থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী বিদ্যা সুন্দরী(৫৫) জানান, মেয়েটিকে ফারুকের পরিবারের সবাই মিলে হাত পা বেঁেধ মারঁতে থাকে, মেয়েটি এক সময় জ্ঞান হারিয়ে ফেলে। ফারুক অনেক উশৃখল কিছুদিন আগেও শুশুতি বাজারে ইভটিজিং করায় বাজারের লোকজন তাকে বেঁেধ রাখে।
নির্যাতনের শিকার যুথি জানান, তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ীতে ডেকে নিয়ে এই অমানবিক নির্যাতন করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানা পুলিশের উপ-পরিদর্শক রাকিবুল হুদা বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।