You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ নিউইয়র্ক সিটির বাসিন্দারা ইঁদুরের জ্বালায় অস্থির। ইঁদুর মারার জন্য যোগ্য ব্যক্তিকে খোঁজা হচ্ছে। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ক্যাথলিন কোরাডি যিনি পূর্বে ইঁদুর দমনে নেতৃত্ব দিয়েছিলেন, তার হাতে আবারো সেই দায়িত্ব তুলে দেয়া হচ্ছে। অ্যাডামস গত বছরের শেষের দিকে বলেছিলেন যে তিনি শহরের ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধে একজন লিডারকে খুঁজছেন। যিনি সেই দায়িত্বটি পালন করতে পারবেন তাঁকে বছরে ১ লক্ষ ২০ হাজার ডলার থেকে ১ লক্ষ ৭০ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হবে। ঘোষণা শুনে এগিয়ে আসেন কোরাডি। তাকে বছরে ১ লক্ষ ৫৫ হাজার ডলার পর্যন্ত বেতন দিতে চলেছে নিউইয়র্ক প্রশাসন। যদিও মেয়র অ্যাডামস অ্যাপয়েন্টমেন্ট ঘোষণা করার সময় বলেছিলেন, কোনো বেতনই ইঁদুরের বিরুদ্ধে লড়াই করার জন্য পর্যাপ্ত নয়। যেখানে মেয়রের কমিউনিকেশন পরিচালক বছরে ২ লক্ষ ১১ হাজার ডলার আয় করেন, সেখানে কোরাডির বেতন শহরের একজন কর্মকর্তা হিসেবে সামান্যই।ইঁদুর মারার বিজ্ঞাপন দেখে প্রথমে বেশ অবাক হয়েছিলেন কোরাডি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ”আমি যখন প্রথম এই চাকরির খবর পেয়েছিলাম, তখন আমি নিশ্চিত ছিলাম না যে এটি আদতে সত্যি কিনা।” শহরের প্রায় ৭০ শতাংশ স্কুলে ইঁদুর নিধন করেছেন কোরাডি।
শহরের এজেন্সি, কমিউনিটি গ্রুপ এবং প্রাইভেট-সেক্টর কোম্পানিগুলি এই কাজের জন্য তাঁকে খুব ভালো করে চেনে। তিনি ইঁদুর প্রশমিত করার জন্য সবচেয়ে কার্যকর কৌশল অনুসন্ধান করেন।
এদিকে নিউইয়র্ক শহরে বেড়েছে ইঁদুরের দৌরাত্ম। মেয়রের অফিসের কর্মকর্তারা গ্রীস, ইসরায়েল এবং আর্জেন্টিনা সফর করেছেন কিভাবে তারা তাদের আবর্জনা পরিষ্কার করেন সেই কর্মসূচি দেখতে। মেয়র ইঁদুর সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন-”ইঁদুরকে আমি ঘৃণা করি, নিউ ইয়র্কের সবাই ইঁদুরকে ঘৃণা করে।”
সূত্র : গালফ নিউজ