গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করলেন  কোতোয়ালী ওসি

গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করলেন কোতোয়ালী ওসি

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহেমদ ভুইয়ার উদ্যোগে কোতোয়ালী মডেল থানা পুলিশ ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ করলেন। আজ সোমবার বিকালে থানা প্রাঙ্গণে শতাধিক গ্রাম পুলিশের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ করা হয়।

নতুন পাঞ্জাবি পেয়ে খুশিতে আত্মহারা তারা। এ ধরনের উপহার কোনদিন পায়নি তারা।এই সামান্য উপহার তাদের মাঝে কর্মচাঞ্চল্য, অপরাধ নিয়ন্ত্রণে অনেক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এসময় ওসি (তদন্ত) ফারুক হোসেন, পরিদর্শত ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।##

LATEST POSTS