ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৭

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ১৭

April 17, 2023 285 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীসহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ঈদুল ফিতরের আগে সকল ধরনের নাশকতা ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে শনিবার পুলিশ অভিযান পরিচালনা ১৭ জনকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে লিটন মিয়া (৪২), পিতামৃতঃ , সাং-আটানীপুকুরপাড়, সোহান (২৪), সাং- কিসমত নয়াপাড়া, উভয় কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেহন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার বেলতলী এলাকা হতে সন্দিগ্ধ ডাকাত দলের সদস্য আসামী শরীফ মিয়া (৪২), পিতা- মৃত আব্দুল কাদের, সাং- বেলতলী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) নিরুপম নাগ সংগীয় ফোর্সসহঅভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার আকুয়া দক্ষিনপাড়া লম্বরীবাড়ী জনৈক সোহরাব সাহেব এর পুরাতন ইট ভাটায় হইতে জয়াড়ী হাফিজুল (৩৫), সবুজ (৩১), উভয় সাং- আকুয়া হাবুন বেপারী মোড়, আওয়াল (৪২), হাবিব (৪৫), হাসান (৩৫), সর্ব সাং- আকুয়া দক্ষিনপাড়া লম্বরীবাড়ী, সর্ব থানা-কোতোয়ালী,ময়মনসিংহ প্রকাশ্যে টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলারত অবস্থায় গ্রেফতার করেন। আসামীদের হেফাতজ হতে ৫৫টি তাস, যাহার প্রত্যেকটি তাসের কভার পৃষ্টায় ডলারের ছবিযুক্ত, নগদ এক হাজার সাতশত বিশ টাকা, যার মধ্যে ১০০/-টাকার নোট ১১টি, ৫০/-টাকার নোট ১০টি, ২০/-টাকার নোট ০৬টি উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) নিরুপম নাগ সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালি ওয়াবদা মোড়স্থরেল লাইন সংলগ্ন কেওয়াটখালি জামে মসজিদ এর সামনে কাঁচা রাস্তার উপর হইতে ৪০ গ্রাম হেরোইন, মূল্য অনুমান ৪০,০০০/০টাকাসহ আসামী মাসুদ পারভেজ খান(৪১), গ্রাম- কাকনী, থানা- তারাকান্দা, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) কাজল মিয়া এবং এএসআই(নিঃ) মোঃ নুরে আলম পৃথক অভিযানে সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার তিনকোনা পুকুরপাড় এলাকায় বে-সামাল অবস্থায় হৈ-চৈ করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে পুলিশ আইনের ৩৪ ধারার ০৬ আসামী যথাক্রমে সোহাগ মিয়া (৩৫), – তিনকোনা পুকুরপাড়, থানা- কোতোয়ালী, জিয়াউর রহমান (৪০), ধারিরকান্দা, থানা- তারাকান্দা, আসাদ (৩২), সাং- চরকরিচা, কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহ, জিয়ারুল ইসলাম (৪০), সাং- কাশর, থানা- কোতোয়ালী, ফজলুল হক (৬০), , সাং- চন্দবাড়ী, থানা মুক্তাগাছা, শফিকুল ইসলাম (৩৬), কাচিঝুলি, কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন ও এএসআই(নিঃ) /মোঃ সাইদুর রহমান থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী সাইদুল, কাসর দুদু কমিশনারের বাড়ীর দক্ষিন পার্শ্বে,  ইমতিয়াজ আহমেদ রনি বেপারী, সাং- আকুয়া৮/১ সাতগড়িয়াপাড়া, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সাম্প্রতিক