ঈদের দিন ময়মনসিংহ নগরী ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহতঃআটক ৩

ঈদের দিন ময়মনসিংহ নগরী ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহতঃআটক ৩

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ    ঈদের দিন ময়মনসিংহ নগরী ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।নিহতরা হলেন- সদর উপজেলার দাপুনিয়া বাজারের চাঁন মিয়ার ছেলে সাদেক আলী (৩৫), একই উপজেলার চর ঘাগড়া এলাকার আক্কাস আলীর ছেলে হাবিবুর রহমান (৫১)।

পুলিশ জানায়, সাদেক আলী ও হাবিবুর রহমান সারারাত অটোরিকশা চালিয়েছেন। ভোরে একই ছিনতাইকারী দল গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।নিহত সাদেকের বড় ভাই মোশারফ বলেন, সাদেক শুক্রবার দিনগত রাত ১২টার দিকে অটোরিকশা নিয়ে বের হয়। সকালে পুলিশ আমাদের ফোন করে জানায়, গোহাইলকান্দি এলাকা থেকে সাদেকের মরদেহ উদ্ধার করেছে। আমি হত্যাকাণ্ডে জড়িতদের কঠিন বিচার চাই।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহ তিনজনকে আটক করা হয়েছে। অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২২ এপ্রিল) ভোরে মহানগরীর গোহাইলকান্দি পশ্চিমপাড়া ও বিপিন পার্কের সামনে এসএ সরকার গলিতে এসব ঘটনা ঘটে।##

মতিউল আলম