You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে নেমে আসা হাতির পদতলে পিষ্ট হয়ে ফরজুল ইসলাম (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরজুল ইসলাম ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
হালুয়াঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান এতথ্য নিশ্চিত করেছেন।গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, কৃষক ফরজুল ধানচাষ করেন। শনিবার বিকেলে পাহাড় থেকে হাতির পাল নেমে ধানের ক্ষতি করছিল। ফরজুল হক স্থানীয় কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে যান। একপর্যায়ে হাতি উল্টো তাদের তাড়া করে। হাতির তাড়ায় অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও হাতির পালের পদতলে পিষ্ট হন ফরজুল। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
ওসি শাহীনুজ্জামান খান বলেন, আমি ঘটনাস্থলে আছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ১৯ এপ্রিল পার্শ্ববর্তী ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির পদতলে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়।