April 23, 2023
67
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে বহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে লাইস উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চর শাঁখচূড়া গ্রামের পার্শবর্তী বহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইস উদ্দিন গফরগাঁও উপজেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি ও তিনবারের ইউপি সদস্য।
তার ছেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ঈদের নামাজ পড়ার জন্য বাবা বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। গোসল করতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে ডুবে মারা যান। গোসল করতে গিয়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে নদে তার মরদেহ ভাসতে দেখা যায়।