ট্রান্সফরমার ভর্তি ৪২ চাকার লরি পারাপারের সময় ত্রিশালের চেলেরঘাট বেইলি ব্রিজটি ভেঙে পড়ে

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ঢাকা থেকে ময়মনসিংহ পাওয়ার স্টেশনে বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমার পরিবহনে ৪২ চাকার লরি পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের চেলেরঘাট বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে। এ সময় আরও একটি প্রাইভেটকার ছিল ব্রিজের ওপর। এতে ৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নামক স্থানে খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ পাওয়ার স্টেশনে নতুন করে সংযোজনের জন্য বিদ্যুতের ৫২ কেবি ট্রান্সফরমার ৪২ চাকার লরি দিয়ে ঢাকা থেকে ময়মনসিংহে নেওয়া হচ্ছিল। এ সময় লরির পাশে থাকা একটি প্রাইভেটকারও নদীতে পড়ে যায়। প্রাইভেটকারে থাকা চার যাত্রী আহত হয়েছেন।

পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যদিকে, এ ঘটনায় দুই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই লেন বন্ধ করে ময়মনসিংহ থেকে ঢাকাগামী লেন দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে।

সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস ও বিদ্যুতের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, আমরা পৌনে ৬টার দিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ব্রিজের মাঝ বরাবর ভেঙে একটি লরি ও প্রাইভেটকার নদীতে পড়ে গেছে। এতে প্রাইভেটকারে থাকা ৪ যাত্রী আহত হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানা পুলিশের ওসি মাঈন উদ্দিন জানান, ৪২ চাকার ওভারলোড গাড়ি যাওয়ায় সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে দুটি ব্রিজের মধ্যে পুরাতন বেইলি ব্রিজটি ভেঙে গেছে। এতে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে মহাসড়কের দুই লেন দিয়ে দুপাশের গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়। ###

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার