You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন আওয়ামী সরকারের ব্যার্থতা, দুর্নীতি, লুটপাটে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
আজ বিকেলে তিনি হালুয়াঘাট উপজেলার সূর্যপুর রাবার ড্যাম এলাকায় গাজিরভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ।সমাবেশে তিনি বলেন, একদিকে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বিদ্যুৎ সঙ্কট,সারের মূল্য বৃদ্ধি ,ধানসহ কৃষি পণ্যের ন্যায্যমূল্য না পাওয়াসহ কর্মসংস্থানের অভাব, আয় রোজগার সঙ্কুচিত হওয়ায় জনগণ মানবেতর জীবনযাপন করছে।দেশ, জনগণ,গণতন্ত্রের এই দুঃসময়ে জনগনের দল বিএনপি বসে নেই। সরকারের জুলুম নির্যাতন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার এবং জান-মাল রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে যাচ্ছে। তিনি বলেন, গণ বিচ্ছিন্ন সরকার আবারও একতরফা নির্বাচনের নামে প্রহসনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের মতো বিদেশী বন্ধুরাও সরকারের ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার থাকায় বিদেশীদের করুণা ভিক্ষায় তারা দেশের চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যেও জনগণের টাকায় বিশাল লটবহর নিয়ে বিদেশে ধরনা দিচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে। এসব করে কোনও লাভ হবে না উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন , এবার গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারীদের বিদায় নিতেই হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে । তিনি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে জনগণকে প্রস্তুত করার এবং নিজেরা ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ।
উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সারোয়ার হোসেন এর সঞ্চালনায় কর্মীসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ. আবু হাসনাত বদরুল কবির, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম , জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল ,জেলা স্বেচ্ছদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, উপজেলা মস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন , উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান এবং ইউনিয়ন বিএনপি নেতা কসিম উদ্দিন জোয়ারদার, ওসমান আলী জোয়ারদার,সুরুজ্জামান সাগর, আবদুল হাই ,সুলতান উদ্দিন মেম্বার, ,আবদুল মালেক,আবুল কাশেম, প্রমুখ বক্তব্য রাখেন ।