ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ ২  মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহের ভালুকা থানার নান্দাইলগামী রোডের বিরুনিয়া মোড়স্থ মজিবর ট্রেডার্স সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ ২ জন আন্তঃজেলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪, ।

ময়মনসিংহ র‍্যাব-১৪,অপারেশন ও মিডিয়া অফিসার, সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশক্রমে গত রাত অনুমান সাড়ে ৩টায় অধিনায়ক, র‍্যাব-১৪ এর একটি চৌকস দল ময়মনসিংহ জেলার ভালুকা থানার নান্দাইলগামী রোডের বিরুনিয়া মোড়স্থ মজিবর ট্রেডার্স সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর চেক করার সময় আসামী আওয়াল(৩০), ও মজিবর হোসেন (৩০) কে আটক করে। উভয় ময়মনসিংহ জেলা ভালুকা থানার সীডস্টোর, হবিরবাড়ী গ্রামের । ধৃত আসামীদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা ও ০১ টি নোহা গাড়ি উদ্ধার করত জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামীদ্বয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়- বিক্রয়ের কথা স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার ভালুকা থানায় হস্তান্তর করা হয়েছে।