ময়মনসিংহ যুবলীগ-ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ গুলিবিদ্ধ ২

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ মহানগরীতে সালিশ চলাকালে যুবলীগ-ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ ও একজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর বাঁশবাড়ী কলোনি মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বাঁশবাড়ী কলোনির আদিল মিয়ার ছেলে মো. আজমুন (১৮) ও একই এলাকার মো. আব্দুস সালামের ছেলে মাহমুদুল হাসান জয় (২২)। এ ঘটনায় আহত হয়েছেন বাদল মিয়া (৪০)।কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দুজনকেই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।

ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক শ্রাবণ ও বাঁশবাড়ী কলোনির পুকুরপাড় এলাকার যুবলীগকর্মী গোপালের মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য ঘটনার দিন সন্ধ্যায় কাউন্সিলর দেলোয়ার হোসেন ও কাউন্সিলর আনিসুর রহমানসহ স্থানীয়দের নিয়ে সালিশ বসে। সালিশে শ্রাবণ ও গোপাল গ্রুপ উত্তেজিত হয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে শ্রাবণ গ্রুপের আজমুন ও মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হন। এছাড়া গোপাল গ্রুপের বাদল মিয়া নামে একজন আহত হন।তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।