যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলির ঘটনায় মামলাঃ প্রধান আসামি গ্রেফতার

যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলির ঘটনায় মামলাঃ প্রধান আসামি গ্রেফতার

April 30, 2023 80 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহে সালিশী চলাকালে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলির ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি গোপাল ওরফে সুমনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
সুমন নগরীর বাঁশবাড়ি কলোনির মন্টু সাহা ওরফে মন্টু চন্দ্র দের ছেলে। তিনি যুবলীগকর্মী বলে জানা গেছে।এ ঘটনায় শনিবার (২৯ এপ্রিল) গুলিবিদ্ধ মাহমুদুল হাসান জয়ের বাবা মো. আব্দুস সালাম বাদী হয়ে তিনজনের নামে কোতোয়ালী মডেল থানায় মামলা করেন।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক শ্রাবণ ও বাঁশবাড়ি কলোনির পুকুরপাড় এলাকার যুবলীগকর্মী গোপালের মারামারি হয়। বিষয়টি মীমাংসা করার জন্য শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে স্থানীয় দুই কাউন্সিলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশে বসেন। একপর্যায়ে শ্রাবণ ও গোপাল গ্রুপ উত্তেজিত হয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে শ্রাবণ গ্রুপের আজমুন ও মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হন।
এছাড়া গোপাল গ্রুপের বাদল মিয়া নামে একজন আহত হন। পরে ওই দিন রাতেই গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন।##

মতিউল আলম

সাম্প্রতিক