স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক -চুরির আসামীসহ ৭ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ৭ জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শষ্যমালা পূর্বপাড়া সাকিনস্থ আবুল কালাম, পিতামৃত-জোনাব আলী এর চায়ের দোকানের সামনে সরকারী রাস্তার উপর হত মাদক মামলার আসামী জাকির (২২), পিতা-মোঃ রফিকুল ইসলাম, সাং-বাড়েরা গোরস্থান মোড় কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ০১ (এক)পুটলা গাঁজা, যার ওজন ২০০ (দুইশত) গ্রাম। উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সাইদুর রহমান, ০২নং ফাড়ি এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার তিনকোনা পুকুর পাড়স্থ বিসমিল্লাহ্ ড্রাক হাউজ এর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী মোঃ দুলাল উদ্দিন (৪২), পিতা-মৃত আফসার আলী, ৯২ কাশর (ইটাখলা রোড), থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ৩৫(পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৩.৫০(তিন দশমিক পাঁচ শূণ্য) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন আসামীর ভাড়াটিয়া বাসা এর ভিতর হতে চুরি মামলার আসামী মোকছেদ (৩৫), দক্ষিন চরকালীবাড়ী ব্রীজ সংলগ্ন (জনৈক আনোয়ারা বেগম এর বাসার ভাড়াটিয়া), ভাসমান, থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার সেহড়া ধোপাখোলা এলাকা হতে চুরি মামলার আসামী শুক্কুর আলী (৩৮), পিতামৃত-নিজাম উদ্দিন, সাং- কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) তাইজুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দড়িভাবখালী এলাকা হতে মারামারি মামলার আসামী শুক্কুর আলী (৩৮), সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) সাইদুর রহমান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার নতুন বাজার এলাকা হতে চুরি মামলার আসামী শাকির আলী (২৪), সাং- চকনজুর, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ ট্রাফিক মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী ফারুক (৩৪), সাং-চর রাঘবপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।