You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৬জনকে গ্রেফতার করেছে।
এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন উত্তরবঙ্গ বাসস্ট্যান্ড এর পিছনে নদীর পাড় হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ফুয়াদ হাসান রনক ওরফে আরজু (৩০), সাং- গোপালপুর, থানা- তারাকান্দা, শাকিল (২৪), সাং- বলাশপুর, আজিজুল হক (২২), সাং- আলীয়া মাদ্রাসা ভাটিকাশর, উভয় থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হতে একটি হোল্ডিং চাকু, যার দৈর্ঘ খোলা অবস্থায় ১৪ ইঞ্জি, বন্ধ অবস্থায় ০৫ ইঞ্চি, উভফ পাশে ক্লিপ সংযুক্ত, চাকুটির উভয় পাশে সুচালো ও ধারালো অংশ আছে, একটি ছুরি, যাহা কাঠের বাটসহ লম্বা ২৬ ইঞ্চি, প্লাষ্টিকের হাতল বিশিষ্ট ২৪ ইঞ্চি লম্বা একটি কাটার উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার উইনারপাড় এলাকা হতে অপহরন/ধর্ষণ মামলার আসামী ময়মনসিংহ কোতোয়ালী বয়ড়া বটতলার শরীফ সরকার (২৩) কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) উত্তম কুমার এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী রেল ক্রসিং ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে পাকা রাস্তার পাশে খালি জায়গায় হতে মাদক মামলার আসামী রাব্বী (২২), সাং- বেপারী বাড়ী, থানা-হালুয়াঘাট, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হইতে ০৫(পাঁচ) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।
এএসআই (নিঃ) নূরে আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ ট্রাফিক মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ মিজান (২৮), পিতা- ইসব খা, সাং-গোকন নগর, সারোয়ার রাকিব (২৫), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-কুমারীরার চর, উভয় থানা-ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন, তানভীর আহমেদ ছিদ্দীকী, তাইজুল ইসলাম, দেবাশীষ সাহা, ফারুক আহমেদ, রাশেদুল ইসলাম, এএসআই(নিঃ) ছামিউল হক, মাসুম রানা, মাহমুদুল হাসান প্রত্যেক থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালী থানার ০৯টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় তোফাজ্জল হোসেন(২৫), লা্ল মিয়া (৪০), রফিজ উদ্দিন, রহমত আলী শুভ (১৬), আরিফ ওরফে সাগর, সুমন মিয়া, জয়নাল আবেদীন, রাকিব, আঃ রহমান জুয়েল (৩০)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।