ময়মনসিংহে সাবেক সেনা সদস্য হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ময়মনসিংহে সাবেক সেনা সদস্য হত্যার বিচার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার আকুয়া চুকাইতলার এলাকার সাবেক সেনা সদস্য মমতাজ আলী(৫৮) হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও তার পরিবার ও স্বজনরা। আজ বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কায্যালয়ের সামনে মানববন্ধন শেষে পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করেন পরিবারের পক্ষে নিহতের স্ত্রী পারভীন আক্তার(৪৫)।


স্মারকলিপিতে উল্লেখ করেন, জায়গা জমি নিয়ে প্রতিবেশী আসামীদের সাথে বিরোধ চলে আসছিল। আসামীরা তার স্বামীকে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২৫ মার্চ’২০২৩ সকালে নিহত সেনা সদস্য মমতাজ আলী(৫৮) নিজ বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় নাজমুলের দোকানের সামনে পৌছালে একই গ্রামের আসামী রেজাউল করিম, মোঃ হৃদয় মিয়া (২৫), মোঃ সাগর মিয়া (১৯) ও মোছাঃ শরিফা আক্তার (৫৫) দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে আক্রমণ শুরু করে। মমতাজ আলী(৫৮)কে পিটিয়ে গুরুতর আহত
করে আসামীরা চলে যায়। আহত মমতাজ আলী(৫৮)কে উদ্ধার করে ময়মনসিংহ সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে গিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নিহতের স্ত্রী বাদী হয়ে গত ২৬ মার্চ ময়মনসিংহ কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে। পরে এই মামলার আসামী রেজাউল করিমকে র‌্যাব-১৪ গ্রেফতার করে। পরবর্তীতে আসামীরা হাইকোর্ট থেকে জামিন এসে মামলা তুলে নেয়া জন্য বাদীকে হুমকি দিচ্ছে।

বিষয়টি নিয়ে গত ৮ এপ্রিল নিহতের স্ত্রী ও মামলার বাদী থানায় একটি জিডি করেন। আসামীদের হুমকিতে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

এই অবস্থায় হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচার দাবীতে জেলা প্রশাসক কার্যালয় সামনে মানববন্ধন ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী ও তার পরিবার ও স্বজনরা। অবিলম্বে আসামীরা গ্রেফতার না হলে কঠোর কর্মসূচির ঘোষনা দেন এলাকাবাসী।