স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বাজারে গিয়ে নিখোঁজ,সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম (৪৮) এর মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের পশ্চিমের হুতিবন্দ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আব্দুল কাইয়ুম ওই ইউনিয়নের সোলাইমান মণ্ডলের ছেলে এবং চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর ইউনিয়নের পাগলার মোড়ে বাজার করতে গিয়ে আব্দুল কাইয়ুম নিখোঁজ হন। রাতে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় তার মরদেহের পাশে বাজার থেকে কেনা মাছ ও সবজি পড়ে থাকতে দেখা যায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।