You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ নেত্রকোণার স্কুলছাত্রী মুক্তি রানি হত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বেলা ১১টার দিকে ময়মনসিংহ নগরীর শশীলজ জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করে ময়মনসিংহের সর্বস্তরের জনতার ব্যানারে।
‘আর কত খুন হলে জীবন নিরাপদ হবে?’ লিখে এমন প্রশ্ন ছুড়ে দেন আয়োজকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজ থেকে শাসন উঠে যাওয়ায় এ ধরনের হত্যার ঘটনা বেড়েই চলছে।মানববন্ধনে অধ্যক্ষ নূর জাহান পারভীন বলেন, আগে দেখতাম বাবা-চাচা ও আশপাশের প্রতিবেশীরা শাসন করতেন, আমরা ভয় পেতাম। অন্য কেউ শাসন করলে মা-বাবা বলতেন না, ‘আমার সন্তানকে শাসন করার আপনি কে?’ কিন্তু এখন আমরা সেটা বলছি। সমাজ থেকে এই ধরনের শাসনব্যবস্থা উঠে যাওয়ায় মুক্তি রানিরা হত্যার শিকার হচ্ছে। সমাজকে যদি আমরা এভাবে ছেড়ে দিই তাহলে ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশ সোনার বাংলা, ডিজিটাল বাংলা ও স্মার্ট বাংলা হবে না।
জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, স্বস্তির খবর হচ্ছে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেছে। এখন আমাদের চাওয়া এ ঘটনার দ্রুত বিচার। এ ধরনের ঘটনার দ্রুত বিচার হলে এটা দেখে অন্যরা শিক্ষা নেবে।
ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কালাম আল আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই-এর সভাপতি আবদুল কাদির চৌধুরী মুন্না, কবি ইয়াজদানী কোরাইশী কাজল, রতন সরকার, অঞ্জন সরকার প্রমুখ।##
মতিউল আলম